সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোনের মৃত্যু

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আছিয়া আলমের দেবর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আছিয়া আলম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন
এর আগে, মিঠামইন উপজেলায় টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম। এরও আগে, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিঠামইনে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাতিজা ফারহান সিকদার বাদী হয়ে মামলা দুটি করেছিলেন।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে