ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা নিয়ে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা উন্নয়ন কমিটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে দাবি সংবলিত এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে– ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ভাঙ্গায় মানমন্দির নির্মাণ করে একটি সায়েন্স সিটি স্থাপন, ফরিদপুর শহরে গ্যাস সংযোগ প্রদান, মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ, টেপাখোলা লেক থেকে ভুবনেশ্বর নদী খনন করে পদ্মা নদীর সঙ্গে সংযোগ স্থাপন, সদরপুরের বাইশরশি জমিদারবাড়িসহ ফরিদপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ এবং কবি জসীমউদ্দীন স্মৃতি কমপ্লেক্সকে পরিপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ফরিদপুরবাসীর প্রাণের দাবি সংবলিত স্মারকলিপিটি তিনি অতি দ্রুত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দেবেন।
ফরিদপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুল আজিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের সময়েই দাবিগুলো বাস্তবায়িত হবে। এতে ফরিদপুর তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে এবং দেশের অন্যতম জেলায় পরিণত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর উন্নয়ন কমিটির সভাপতি ডা. এম. এ. জলিল।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অ্যাডভোকেট আবদুস সামাদ, সাংবাদিক পান্না বালা ও মাহবুব হোসেন পিয়াল, অধ্যাপক তারেক আইয়ুব খান, অধ্যাপক আজাদ উদ্দিন, মো. মাহবুবুর রহমান, মো. হাফিজুর রহমান মিঞা, আলাউদ্দিন আহম্মদ প্রমুখ।
জহির হোসেন/বিআরইউ