নোয়াখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যবসায়ীর ২০ লাখ টাকা লুট

নোয়াখালীর মাইজদীতে একটি ব্যাংকের সামনে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশল ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা স্কুলের সামনে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এমরান উদ্দিন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের নূর জাহান মঞ্জিলের বাসিন্দা এবং মৃত রেজাউল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এমরান উদ্দিন ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই কালো বর্ণের একজন ব্যক্তি তার মুখের সামনে একটি রুমাল নাড়ান। এর কিছুক্ষণ পর এমরান অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে তিনি দেখতে পান, তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ সবকিছু চুরি হয়ে গেছে।
‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এই প্রতারণার কৌশলে মানুষকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা দেশে ক্রমেই বাড়ছে। ঘটনার পরপরই ভুক্তভোগী এমরান উদ্দিন থানায় অভিযোগ জানান। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন
এমরান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ব্যাংক থেকে বের হয়ে দেখি সামান্য ভিড়। হঠাৎ একটি কালো বর্ণের লোক আমার মুখের সামনে দিয়ে রুমাল নাড়ায়। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি, টাকাসহ সব কিছু উধাও।
এ বিষয়ে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ব্যাংক বন্ধ থাকায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এআরবি