‘সুজন’ সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই

সিলেটের নাগরিক আন্দোলনের অন্যতম অগ্রনায়ক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী মারা গেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৭০ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান, যেখানে তার দুই পুত্র বসবাস করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিলেট অঞ্চলের নাগরিক সমাজে ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব তিনি বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও মানবিক মূল্যবোধ রক্ষায় তার ভূমিকা ছিল অনন্য।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক হিসেবেও তিনি পরিচিত ছিলেন একজন সৎ, স্পষ্টভাষী ও নীতিবান ব্যবসায়ী নেতা হিসেবে। নাগরিক আন্দোলন, সামাজিক সচেতনতা, শিক্ষা ও মানবিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
সিলেটের নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলন, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা প্রসার এবং মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রমে তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা। সাহসী, স্পষ্টবাদী ও নির্লোভ চরিত্রের জন্য সমাজের সর্বস্তরে তিনি ছিলেন সম্মানিত ও শ্রদ্ধাভাজন।
আরও পড়ুন
ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন জানান, তার মরদেহ নিউইয়র্কের উডসাইডের আহলে বাইয়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে এবং সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে সিলেটের নাগরিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ শোক প্রকাশ ও সমবেদনা জানাচ্ছেন।
সুজন, সিলেট চেম্বার, ও সিলেটের নানা সংগঠন একযোগে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।
ফারুক মাহমুদ চৌধুরী রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী।
সিলেটবাসীর হৃদয়ে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন প্রজ্ঞাবান, মানবিক ও সাহসী নাগরিক নেতারূপে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে ন্যায্যতা, সততা ও সুশাসনের আলো ছড়িয়ে গেছেন।
মাসুদ আহমদ রনি/এআরবি