রূপগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আটজন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক মোফাখখির উদ্দিন। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল একটি লেগুনা। পথে মৈকুলী এলাকার বিব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ আটজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
মেহেদী হাসান/এমজে