ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজারের মৃত্যু, চালক কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত মো. আরমান বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মৃত হাসানের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী পৌর বাস টার্মিনালের সামনে যাত্রী ওঠানামার সময় বিপরীত দিক থেকে আসা চিনিবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) ‘ইকোনো বাস সার্ভিস’-এর (ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) গায়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি বাসটিকে টেনে সামনের দিকে নিয়ে গেলে বাসের সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার মো. বাদশা গুরুতর আহত হন।
আরও পড়ুন
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত কাউন্টার ম্যানেজার মো. বাদশা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকচালক আরমানকে আটক করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তারের পর ট্রাকটি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
হাসিব আল আমিন/এমজে