ফেনীতে দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা

কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ অক্টোবর) রাতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।
আরও পড়ুন
দুদক কার্যালয় সূত্রে জানা যায়, দলিল লেখক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মীর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে। অনুসন্ধানকালে দেখা যায়, মীর মোহাম্মদ ২০২৩ সালের ৮ আগস্ট দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।
একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট এক কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা করেন।
চিন্ময় চক্রবর্তী বলেন, দুর্নীতি দমন কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছে। মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য উদঘাটিত হলে তা-ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তদন্তে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
তারেক চৌধুরী/এমজে