খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিরালা এলাকার বাসিন্দা আলম শেখের ছেলে মনির ও একই এলাকার বাসিন্দা সিরাজ শেখের ছেলে হানিফ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে ১৫/২০ জন দুর্বৃত্ত নিরালা ১৯ নম্বর রোডের মনির ও হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের দু’জনকে লক্ষ্য গুলি ছুড়তে থাকে। তাদের ছোড়া গুলি হানিফ এবং মনির গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা বের হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দু’জন আহত হয়েছেন। আহত মনিরের বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মিলন/এমএন