টাঙ্গাইলে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কেচুয়া বাজার এলাকার বেলাল মিয়ার স্ত্রী লায়লী বেগম (৬০) এবং একই উপজেলার কাশিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও ১২ জন আহত হন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফুল ইসলাম/আরএআর