কুমিল্লায় ভাড়া বাসায় নারীকে গলা কেটে হত্যা

কুমিল্লা নগরীতে মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বিছানার চাদর দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন বিবি জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত মিলন বিবি প্রায় ২০ বছর ধরে এই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন, একজন নোয়াখালীতে, ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই আরেকটি ভাড়া বাসায়। কয়েক দিন ধরে বাসায় একা ছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খাটের নীচ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ধারণা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/এমটিআই