স্ত্রীর সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর

ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরু। ওই সময় পথিমধ্যে ১০ থেকে ১২ দুর্বৃত্ত পথরোধ করে স্ত্রীর সামনে তাকে ব্যাপক মারধর করে পালিয়ে যায়। আহত অবস্থায় হিরুকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের ফলিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। হিরুর অভিযোগ, সম্প্রতি একটি মানববন্ধন করায় তার ওপর হামলা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আহত অবস্থায় হিরুকে বলতে শোনা যায়, “মানববন্ধন করার কারণে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে, আমি তো আমার এলাকার মানুষের জন্য ঐ মানববন্ধন করেছি।”
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে রাত ১২ টার দিকে উখিয়া থানা সম্মুখে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন, “হিরুকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এতে সৈয়দ বলি নামে স্থানীয় এক সন্ত্রাসীকে দেখতে পেয়েছেন তিনি। এ ঘটনায় সে নেতৃত্ব দিয়েছে। ঘটনার সময় তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও করা হয়।”
তিনি আরও বলেন, “সম্প্রতি হিরুর এলাকার ভোট কেন্দ্র পরিবর্তনের দাবীতে একটি মানববন্ধন হয়, সেখানে সে বক্তব্য রাখায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে।”
সড়ক অবরোধ চলাকালে দেওয়া বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, “হিরুর ওপর যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানে হিরুর ত্যাগ অবিস্মরণীয়।”
এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “মারধরের বিষয়টি অবগত হয়ে পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।”
প্রায় তিন ঘন্টা পর রাত ২ টার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও শনিবার সকাল ১০ টায় উখিয়া স্টেশন চত্বরে প্রতিবাদ সভার ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
ইফতিয়াজ নুর নিশান/এমটিআই