শরীয়তপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৪ জেলেকে জরিমানা

মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে শরীয়তপুরে চারজন জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত জাজিরা সিডারচর, বাবুরচর, সফিকাজির মোড় ও নড়িয়ার চরাত্রা এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন- সান্ডু ঢালী (৩০), হাশেম (৪০), আবুল বাসার (৫০) ও রাজিব (৩০)। তাদের প্রত্যেককে এক হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা ও জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকছে। এ নিষেধাজ্ঞা কার্যকরে কাজ করছে প্রশাসন। আজ যৌথ অভিযানে ৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। এছাড়াও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
নয়ন দাস/এমএন