অবৈধ কাঠের ট্রলিং বোট বন্ধের দাবি জেলেদের

বরগুনার পাথরঘাটা উপজেলায় সমুদ্রে কাঠ দিয়ে তৈরি অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে মাছ ধরা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় জেলেরা। পাথরঘাটা ট্রলার মালিক ও মৎস্যজীবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচিতে পাথরঘাটা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর, মঠবাড়িয়া, শরণখোলা ও বাগেরহাট এলাকার জেলে ও মৎস্যজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র পাথরঘাটার বিএফডিসি ঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের আবু সাঈদ চত্বরে এসে মানববন্ধন ও সমাবেশে পরিণত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সমুদ্রে কাঠ দিয়ে তৈরি অবৈধ ট্রলিং বোট ব্যবহার করে যান্ত্রিকভাবে মাছ ধরা হচ্ছে। এসব ট্রলারের মাধ্যমে মাছ শিকার নিষিদ্ধ থাকলেও, তা জোরেশোরেই চলছে। নিয়ম অনুযায়ী, ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোটগুলো ৪০ মিটার গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরার অনুমতি পায়। কিন্তু অধিকাংশ ট্রলিং বোট সক্ষমতা না থাকায় ৫ থেকে ১০ মিটার গভীর পানিতে ঢুকে পড়ে মাছ শিকার করে। এছাড়া, এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহারের কারণে সব ধরনের মাছ, এমনকি ছোট পোনাও মারা যায়। এতে সমুদ্রে বড় মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং ধ্বংস হচ্ছে সামুদ্রিক মাছের আবাসস্থল। উপকূলের কাছাকাছি এলাকায় এসব অবৈধ ট্রলিংয়ের কারণে বৈধভাবে মাছ ধরা জেলেরা চরম সংকটে পড়েছেন। এজন্য অবিলম্বে এসব অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানান তারা।
আরও পড়ুন
মানববন্ধনে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কিছু প্রভাবশালী ট্রলিং বোট মালিক প্রশাসনের নীরবতার সুযোগে সাগরে অবৈধভাবে মাছ শিকার করছেন। এতে ইলিশসহ বিভিন্ন মাছের পোনা ধ্বংস হচ্ছে এবং সাধারণ জেলে ও জাতীয় সম্পদ ক্ষতির মুখে পড়ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব অবৈধ ট্রলিং বোট বন্ধ করা না হলে সাধারণ জেলেরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
আব্দুল আলীম/এআরবি