মাদক কারবার নিয়ে সংঘর্ষে যুবক নিহত

মাদক ব্যবসাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে দুই মাদক কারবারি গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে নিহতের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম।
ওসি রাত পৌনে ১১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন। মূলত নিহত যুবকের ভাতিজা মাদক কারবারের সঙ্গে জড়িত। ভাতিজার সঙ্গে অপর মাদক কারবারি গ্রুপের মাদক বিক্রি নিয়ে সংঘর্ষ হলে ভাতিজাকে বাঁচাতে ও ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার (২০ অক্টোবর) মাগরিবের সময় সদর উপজেলার পূর্ব চাম্পাতলায় আফজালের দোকানের সামনে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত শান্ত গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন
নিহত শান্ত (২৬) চম্পাতলা গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বাবু ও তার সহযোগীরা শান্তকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত শান্তর স্ত্রী, এক ছেলে (৭) ও এক মেয়ে (৫) রয়েছে।
এ ঘটনায় সদর থানায় বাবুসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন – ফয়সাল, রাসেল, বাবু ও মাসুম।
স্থানীয়রা জানান, মাসুম, ফয়সাল, রাসেল ও বাবু হকিস্টিক দিয়ে শান্তর মাথায় আঘাত করলে তার মাথার অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ব. ম শামীম/এসএসএইচ