অবশেষে বই পেল বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থী

শিক্ষাবর্ষের দশ মাস পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী বাংলা বই হাতে পেয়েছে। ‘সামনে বার্ষিক পরীক্ষা, এখনো বাংলা বই পায়নি ৫৪ শিক্ষার্থী’ শিরোনামে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর অবশেষে বাংলা বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা।
গত সোমবার (২০ অক্টোবর) সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর পরপরই গত সোমবার ও মঙ্গলবার যৌথভাবে ওই শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীর হাতে বাংলা বই পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ১২টি উপজেলাতে বই দিয়েছি, আর এখানে মাত্র ৫০টি বই দেব না এটা হতেই পারে না। আমি ঢাকাতে একটি কর্মশালায় রয়েছি, শুনেছি বই ম্যানেজ করে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান বলেন, বই না পাওয়ার বিষয়ে আমি অবগত ছিলাম না, আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। বিষয়টি সামনে আসার পর আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই ম্যানেজ করে দিয়েছি। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষাবর্ষের প্রায় শেষ পর্যায়ে এসেও বাংলা বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।
তামিম রায়হান/আরকে