ভারত থেকে জেলেদের মাছ ধরতে আসার খবর পাচ্ছি : মৎস্য উপদেষ্টা

বঙ্গোপসাগরে ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ভারত থেকে জেলেদের মাছ ধরতে আসার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
মৎস্য উপদেষ্টা বলেন, যেটা আমাদের বেশি করা দরকার এবং হচ্ছেও, যখন নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না, আমাদের কোস্টগার্ড ও নৌ পুলিশ তাদের ধরে।ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায় এবং জেলেরা ভারত থেকে আসছে বলে আমরা কিছু খবর পাচ্ছি। সাথে সাথে আমরা কোস্টগার্ডকে জানিয়েছি। তারা বলেছে ব্যবস্থা নিচ্ছেন। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে, সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে।
ইলিশ মাছের ডিম পাড়ার তারিখ নির্ধারণ নিয়ে তিনি বলেন, ভারত যদি ভুল করে আমরা ভুল করবো না । আমরা নিষেধাজ্ঞার যে সময় নির্ধারণ করি সেটা হয় আশ্বিন মাসের পূর্ণিমার চার দিন আগে হিসাব করে মোট ২২ দিন করা হয়। এখন ইলিশ মাছ তো ক্যালেন্ডারের তারিখ ধরে ডিম পাড়বে না। সে চাঁদের তারিখ ধরে পূর্ণিমা অমাবস্যা ধরে ডিম পারবে।
ফরিদা আক্তার বলেন, ভারত যদি টেকনিক্যালি করে থাকে তাদের বিষয়টা আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমাদেরটা আমাদের গবেষকরা বিএফআরআই এমনকি মিটিংয়ে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেখানে জেলে প্রতিনিধিরাও ছিল। তারা যেহেতু সাগরে থাকেন, নদীতে থাকেন, তারা জানেন কোন সময় ইলিশ ডিম পাড়ে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাহের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লোটন আচার্য্য/আরএআর