ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের

রাজবাড়ীতে টায়ার মেরামতে ব্যবহৃত ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ঢাকায় পাঠানো হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর মামুনসহ ৩ জন বসে গল্প করার সময় হঠাৎ করে বিকট শব্দসহ ধোঁয়ার সৃষ্টি হয়ে ঘরের টিনের চাল উড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে আছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম বলেন, ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার রক্তের প্রয়োজন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস