সরকারি চাকরির পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীসহ তিনজনের কারাদণ্ড

পটুয়াখালী সদর উপজেলার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থী ও বিদ্যালয়ের দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার শৌলা গ্রামের বাসিন্দা পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ এবং হিসাব সহকারী আউয়াল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, পরীক্ষার হলে গুনগুন শব্দ শুনে সন্দেহ হলে এক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে একটি ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিদ্যালয়ের দুই কর্মচারীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০-এর ১২৮ ধারায় তিনজনকেই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি জানান, নিয়োগ পরীক্ষা চলাকালে ১৯ নম্বর কক্ষে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়েছে।
আরএআর