সাভারে ‘ফিট ভাইব জিম’ উদ্বোধন

সাভারে ‘ফিট ভাইব জিম’ নামে নতুন একটি জিমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার শহীদ মজনু স্কুলের বিপরীত পাশে ওই জিমের উদ্বোধন করা হয়।
এসময় সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বডি বিল্ডার তামীর আনোয়ার। এসময় কেক ও ফিটা কেটে জিমের উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথিসহ একাধিক ব্যক্তির হাতে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড তুলে দেওয়া হয়। জিমের উদ্বোধন শেষে অতিথিরা জিমের ভেতরে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ ঘুরে দেখেন।
এসময় প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, বর্তমানে যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে খাদ্যাভ্যাস ও আমরা যা খাই তার বেশির ভাগই হলো ভেজাল খাবার। ভেজাল খাবার দিনে দিনে আমাদের শরীরকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছে। যা আমাদের শরীরের বাইরে ফিট-ফাট দেখা গেলেও ভেতরের অবস্থা আমরা জানি না। তাই বাঁচতে হলে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে হলে জিমের কোনো বিকল্প নাই। জিম সকল বয়সের লোকজন করতে পারে। এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই। এসময় তিনি সকল বয়সের লোকজনদের জিমে এসে ব্যয়াম করার আহ্বান জানায়। এছাড়া দরিদ্র ব্যক্তিদের জিমের খরচ প্রয়োজনে নিজে বহন করবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশি বডি বিল্ডার তামীর আনোয়ার বলেন, সাভার থেকে শুরু এবং ২০০৬ থেকে আমি বডিবিল্ডিং কম্পিটিশন করি। একই সঙ্গে আমি আস্তে আস্তে এগিয়ে যাই এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বহিঃ বিশ্বে। বাংলাদেশের জন্য সর্বোচ্চ অর্জন আএফবিবি প্রো বাংলাদেশে নিয়ে আসি। সবটাই ছিল আপনাদের দোয়া এবং আমার প্রচেষ্টা।
এসময় তিনি আরও বলেন, আপনার অবশ্যই ফিট ভাইব জিমে আসবেন এবং নিজেরা ওয়ার্কআউট করবেন এবং অন্যদেরকে ওয়ার্কআউটের জন্য অনুপ্রাণিত করবেন। সবাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আমরা ডাক্তারের শরণাপন্ন না হয়ে আমরা জিমে গিয়ে ওয়ার্কআউট করি। ডাক্তার যখন বলে সুস্থ থাকতে হলে আপনাদের ওজন কমাতে হবে, তখন আমরা জিমে যাই এবং শরীর চর্চা শুরু করি। এটা হলে হবে না আপনাদের নিজেদের সুস্থ থাকতে হলে নিজে থেকে জিম করতে হবে এবং নিজেকে ফিট রাখতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফিট ভাইব জিমের মালিক হুমায়ন কবির, সমাজসেবী মনিবুর রহমান চম্পক, নাহার জেনারেল হাসপাতালের ডিরেক্টর (অপারেশন) শানেওয়াজ হাওলাদার, বাপ্পি, শরিফুল ইসলামসহ প্রমুখ।
লোটন আচার্য্য/এমএএস