একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে বিএনপির গিবত করছে : সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপির গিবত করছে। ধর্মের কথা বলে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ তাদের নিজেদের জান্নাতে যাওয়ার ঠিক নেই।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমাদের নেতাকর্মীরা গত ১৬ বছর জেল খেটেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, জীবন দিয়েছে, তবু জনগণকে ছেড়ে যায়নি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে অসহায় বাঙালিকে ছেড়ে পাকিস্তান চলে যাননি। তেমনি ১৯৮৬ সালে এরশাদের সঙ্গে আপস করেননি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বরং তখন শেখ হাসিনা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। শুধু ১৯৮৬ নয়, ১/১১-এর সময়ও শেখ হাসিনার মতো আমাদের নেত্রী জনগণকে ফেলে বিদেশে পালিয়ে যাননি।
কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ও স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
আরিফ আজগর/এএমকে