শেরপুরে মিনিট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

শেরপুর পৌরসভাধীন মধ্যশেরী মহল্লায় মিনিট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশু-নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা করে পাঁচজন যাত্রী জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি মিনিট্রাকের সঙ্গে অটোরিকশাটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন— শেরপুর পৌরসভার চকপাঠক মহল্লার বাসিন্দা মো. হামিদ মিয়া (২৬), মোস্তাক আলী (২৫), চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আনিকা আক্তার (৯) ও আবির হোসেন (৪), এবং চরমোচারিয়া ইউনিয়নের মনি বেগম (৩৫)। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগ তাদের চিকিৎসা শুরু করে। পরে গুরুতর আহত মনি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আক্তার বলেন, মোট পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আসে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি রাখা হয়েছে। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় ভারী যানবাহন চলাচলের গতি সীমাবদ্ধ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানান।
মো. নাইমুর রহমান তালুকদার/এমএন