দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

চাকা পাংচার হওয়ায় মহাসড়কে দাঁড় করানো হয়েছিল একটি ট্রাক। এরপর চালক, সহকারী এবং চালকের আত্মীয় সেটি মেরামতের কাজ করছিলেন। এমন অবস্থায় হঠাৎ পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে নিহত হন তিনজন। রোববার (২০ জুন) দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের আমুরাকান্দা গ্রামের শাহ আলম গাজী (৫৭)। তিনি ওই ট্রাকের চালক ছিলেন। এ ছাড়া চালকের সহকারী ঝালকাঠির সদরের কেয়ামতনগর গ্রামের রবিউল মাঝি (২৫) এবং চালকের আত্মীয় ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা রাব্বী মিয়া (২৪)।
ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার লবণকোঠা এলাকায় ময়মনসিংহগামী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহগুলো বর্তমানে থানায় রয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উবায়দুল হক/এসপি