নারায়ণগঞ্জে ইজি বাইকচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামের এক ইজি বাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চারজন যুবক মমিনকে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ওই চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মমিনকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মমিন ইসদাইর এলাকার একটি ইজি বাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যান। সেখানেই তার ওপর হামলার ঘটনা ঘটে।
মেহেদী হাসান সৈকত/এমএন