সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের উদ্বোধন

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং হেইফার কোরিয়া গ্রামীণ ড্যাননের যৌথ সহযোগিতায় পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নে নতুন ৭টি বিদ্যালয় অন্তর্ভুক্ত ‘বিডি বীফ অ্যান্ড গোট ভ্যালু চেইন সিগনেচার প্রোগ্রাম’-এর আওতায় ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) হেইফার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নাইমুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে সাতটি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে– চরবেড়া, গোজা, আঙ্গারু, ভরমোহনী, নাইমুরী, জগজীবনপুর এবং রোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলির এক হাজারেরও বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক মিস হেওন লী, এনডিপির নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন খান, গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিনেশ নাগ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ, এবং উপজেলা শিক্ষা অফিসার মো. সানোয়ার হোসাইন। এছাড়া সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমবায় প্রতিনিধি, সংস্থার প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বাজারজাতকরণ) মিস সুরাইয়া সিদ্দিকী ‘শক্তি দই’-এর পুষ্টিগুণ, উৎপাদন ও বিতরণ প্রক্রিয়া বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ, সমবায়ের মাধ্যমে হস্তান্তর এবং প্রক্রিয়াজাতকরণের পর বিদ্যালয়ে সরবরাহের পুরো প্রক্রিয়া তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল– ‘শক্তিতে বুদ্ধিতে বেড়ে উঠি।’ শিশুদের মাঝে শক্তি দই বিতরণসহ দিনব্যাপী ছিল নানা আকর্ষণীয় আয়োজন, যেমন পাপেট শো ও কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা বলেন, ‘মিল্ক ফর স্কুল’ উদ্যোগটি শিশুদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগে খামারিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা টেকসই পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ ড্যানন ফুডস্ লিমিটেড, মেঘনা সমবায় সমিতি এবং নির্ধারিত সাতটি বিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যা দুধ সরবরাহ ও বিদ্যালয়ে শক্তি দই বিতরণের প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও সুসংহত করবে।
প্রসঙ্গত, এনডিপি ও হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে ৩টি বিদ্যালয়ে ‘মিল্ক ফর স্কুল’ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরও ২টি বিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়। নতুন সাতটি বিদ্যালয় সংযোজনের মাধ্যমে এখন উল্লাপাড়া উপজেলার মোট ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম বাস্তবায়িত হবে।
বিআরইউ
