শেষ কর্মদিবসে বিদ্যালয় প্রাঙ্গণে লুটিয়ে পড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিদ্যালয় প্রাঙ্গণেই মৃত্যুবরণ করেছেন ফজলুল করিম (৬০) নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিষয়টি রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) তার শেষ কর্মদিবস হলেও ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবারই (৩০ ডিসেম্বর) ছিল তার শেষ কর্মদিবস।
তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ কর্মজীবনের শেষ দিনে নিজ বিদ্যালয়েই মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, ফজলুল করিম শিক্ষকতা জীবন শুরু করেন মীরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। পরে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হন। পরবর্তীতে সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাজমুল/এমএএস