টেকনাফে যৌথ অভিযান, প্রলোভনের ফাঁদে জিম্মি ২৫ জন উদ্ধার

উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের আশায় অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভনে পড়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের আনা হয়। তাদের সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের গহিন পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ মোট ২৫ জন জিম্মিকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটককৃত পাচারকারীদের জবানবন্দির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।
এরপর সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।
উদ্ধারকৃতদের হস্তান্তর ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
ইফতিয়াজ নুর নিশান/এআরবি