আ.লীগের স্পিকার-মন্ত্রী এমনকি মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত পালিয়েন

গত ১৫ বছরে আপনাদের ওপর দিয়ে অনেক ঝড় গেছে, সঠিকভাবে নির্বাচন না দেওয়ায় তাদের স্পিকার পালিয়েছেন, মন্ত্রীরা পালিয়েছেন, এমনকি তাদের মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আলতাফ হোসেন বলেন, আমি কোরআন শরীফ বাড়িতে পড়েছি। তাছাড়া আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেখানে আমাদের রামায়ণ, গীতা, বাইবেল ইত্যাদি পড়িয়েছে। ধর্মান্তরিত হওয়ার জন্য নয় জ্ঞান বৃদ্ধি করার জন্য। কাজেই আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো তফাৎ নেই। আওয়ামী লীগ বারবার বলেছে হিন্দুরা নাকি তাদের ভোট ব্যাংক, এ কথা কতটুকু সত্য আমি জানি না। এ নিয়ে বিতর্কও করব না। কিন্তু আমি বলে যাই, এই কমলাপুরে কোনো হিন্দু-মুসলিম ভোট ব্যাংক নেই। সবকিছু কমলাপুরবাসীর ভোট ব্যাংক।
তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন ইউনিয়নে সভা করলেও মনোনয়ন ঘোষণা হওয়ার পর এটাই আমার প্রথম নির্বাচনী সভা। এত মানুষের উপস্থিতি দেখে আমি মুগ্ধ!।
এ সময় আলতাফ হোসেন চৌধুরী আগামী নির্বাচনে সবাইকে ধানের শিষে ভোটের আহ্বান জানান।
কমলাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভায় দুপুর থেকেই ছুটে আসেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
সোহাইব মাকসুদ নুরনবী/এমএন