মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এতে ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর শত শত কর্মী-সমর্থকরা অংশ নেন।
এর আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরের চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন।
সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন, ওই আসনটিতে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সে সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।
পরে শ্রীনগরের ডাকবাংলোতে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু তার নেতাকর্মীদের নিয়ে মমিন আলীর সঙ্গে জড়ো হন।
মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেয়েছেন।
ব. ম শামীম/আরএআর