গত ১৭ বছর আমরা একটা অন্ধকার জগতে ছিলাম : বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, গত ১৭ বছর আমরা একটা অন্ধকার জগতে ছিলাম। যেখানে দেশের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেতো কিন্তু কোনো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতো না। আমরা প্রকৃত শিক্ষা চাই। যেই শিক্ষা হবে মানসম্মত। আমরা নকলমুক্ত শিক্ষা চাই। আমরা চাই শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাবে না, একটি দক্ষ জনশক্তি গড়ে হিসেবে উঠবে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাউবি উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষাকে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। যে ব্যক্তির মধ্যে শিক্ষা আছে সে কোনো অন্যায় করতে পারে না। শুধু সার্টিফিকেট থাকলেই আমরা তাকে শিক্ষিত বলি না। যা মানুষকে সুন্দরের দিকে ধাবিত করে আমরা তাকেই শিক্ষা বলি। একটি পরিবারে মা যদি শিক্ষিত হয় সেই পরিবার এমনিতেই শিক্ষিত হয়। মায়ের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক এই পৃথিবীতে নেই। আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো হতে চাই, কারণ ভালো হতে খুব কষ্ট তাই কেউ ভালো হতে চায় না।
তিনি বলেন, চাঁদপুরে এই উপ-আঞ্চলিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজতর করবে।
এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) সাইদ ফেরদৌস (পিএইচডি)পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ উল আলম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) অধ্যাপক মো. আনিছুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান, লেফটেন্যান্ট আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাভোকেট শাহজাহান মিয়া, এনসিপির চাঁদপুরের প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, সমন্বয়কারী আব্দুল মান্নান, মতলব রয়মন্নেনেছা ডিগ্রি কলেজের সমন্বয়কারী অরুণ চন্দ্র সরকার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএ বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী ফারুক আহমেদ, চাঁদপুর উপ-আঞ্চলিক পরিচালক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/আরএআর