বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহাদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন— বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার হানিফ (৭০), শাজাহানপুরের জোড়া দক্ষিণপাড়ার শিয়াবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের নয়ন (৪০) এবং আরও দুইজন, যাদের পরিচয় এখনো জানা যায়নি।
ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং রানীরহাট এলাকার আব্দুল লতিফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহাদ ছিলেন পরিবারের একমাত্র ছেলে এবং পড়াশোনায় মনোযোগী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যান দুটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
আব্দুল মোমিন/এমএন