প্রতিপক্ষকে ফাঁসাতে প্রবাসী যুবককে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য প্রবাসী যুবক সিরাজুল ইসলামকে (২৫) মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় কিনে হত্যা করা হয়েছে- এমনই ভয়াবহ তথ্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আসামিরা অনেক বুঝিয়ে-সুজিয়ে দেড় লাখ টাকার বিনিময়ে মায়ের কাছ থেকে ছেলেকে কিনে নেয় এবং প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাতে মো. ওমর আলী, শাওন, আলমাছ আলী ও আব্দুল আলিম প্রবাসী সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে পূর্ব চর কৈজুরী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাশে রাস্তার ওপর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে।
এরপর পুলিশের যৌথ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), আমিরুল ইসলাম (৩৩), ওমর ফারুক (৩৮) এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)। তারা সবাই পূর্ব চর কৈজুরী গ্রামের বাসিন্দা।
জানা যায়, স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠি ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠির মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয়, যা পরে ৩১ লাখ ৫০ হাজার টাকায় আপস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিশোধ নিতে ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করা হয়।
তদন্তে আরও জানা যায়, ২৮ অক্টোবর রাতে সিরাজুলকে প্রথমে এক আসামির বাড়িতে আটক রাখা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর মরদেহ রাস্তার ওপর ফেলে রাখা হয়।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের মাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
নাজমুল হাসান/এআরবি