আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আড়াইহাজার থানা পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ জানতে পারে যে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল ওই এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফরহাদ হোসেন ইফতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ইফতির দেহ তল্লাশি করে মেইড ইন ইউএসএ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার ইফতি উপজেলার কৃষ্ণপুরা এলাকার সাত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও ঢাকার উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং ইফতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মীমরাজ হোসেন/এআরবি