ফরিদপুরে ঝরল আরও ৯ জনের প্রাণ

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় এবং পাঁচজন উপসর্গে মারা গেছেন। করোনায় মারা যাওয়া চারজনের তিনজন ফরিদপুরের এবং একজন গোপালগঞ্জের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্মরত জ্যেষ্ঠ নার্স যুথি রায়। তিনি বলেন, এই নয়জন করোনা ওয়ার্ড এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরও ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫৬ জনের। এ পর্যন্ত মারা গেছেন ২০৮ জন। এর মধ্যে ফরিদপুরের ৮১ জন এবং বাকিরা আশপাশের জেলার।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৪ জন। এর মধ্যে আইসিইউতে ১৪ জন এবং করোনা ওয়ার্ডে ১০০ জন।
এসপি