তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করব

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখন বাংলাদেশ পরিবর্তন করার সময় এসেছে। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করব।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের তরুণদের নেতৃত্বে নিয়ে আসব। তরুণদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব। তারেক রহমান তরুণ নেতৃত্বদের সামনে নিয়ে আসছেন। কীভাবে তরুণদের দ্বারা দেশের রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং ভবিষ্যৎ আরও সুন্দর করা যায় এ ব্যাপারে তার বিশাল কর্মপরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে তুলেছেন। সেই শিক্ষা থেকেই আমরা বড় হয়েছি।
মীর স্নিগ্ধ বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমরা ফ্যাসিস্ট হাসিনার সাথে আপস করিনি। মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে যখন জানাতে চেয়েছি তখন থেকেই গণভবনে নেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তাতে আমরা দমে যায়নি। আমার ভাইকে যারা খুন করেছে, খুনের নির্দেশ দিয়েছে তাদের সাথে আমরা কখনোই আপস করিনি।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
আশিকুর রহমান/আরএআর