বিএনপির ইফতার মাহফিলে হামলার মামলায় সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক অধ্যক্ষসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া (৬০) ও নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার সাতঘড়ি গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে পেয়ারুল ইসলাম (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ এপ্রিল বিএনপির আয়োজনে সন্ধ্যার দিকে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ইফতার মাহফিল চলছিল। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কয়েকজন বিএনপির কর্মী আহত হয়, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিল্পব হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজকে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরকে