রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের ইকো নার্সিং কলেজ পরিদর্শন

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ীতে অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক প্রস্তাবিত ইকো নার্সিং কলেজ পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং-এর ডিন ও ইন্সপেক্টর অব কলেজের প্রফেসর ড. মো. আব্দুস সালামের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইকো নার্সিং কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল কলেজের প্রস্তাবিত একাডেমিক কাঠামো, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
এসময় ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রস্তাবিত ইকো নার্সিং কলেজের অগ্রগতি, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এমএএস
