রংপুরে ১৫ চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার ৩

রংপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
গ্রেফতাররা হলেন নির্মল চন্দ্র বিশ্বাস (৫৭), জয়নাল আবেদীন (৫২) এবং নুর আলম সিদ্দিক ওরফে মানিক (৪৫)। তাদের একজন গাইবান্ধা এবং বাকি দুজন রংপুরের বাসিন্দা।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২১ জুন) বিকেলে রংপুর নগরের মর্ডান মোড় ও তালুক তামপাট এলাকাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
সম্প্রতি রংপুর মহানগর এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য এবং চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর