গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় অফিস কম্পাইন্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
গণপূর্ত অফিসের নিরাপত্তা কর্মী আব্দুল রাহিম বলেন, ভোর রাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়জুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবিস্ফোরিত একটি পেট্রোল বোমা আমরা উদ্ধার করেছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরকে