সবার সামনে চেতনানাশক স্প্রে করে নারীর গহনা-মোবাইল ছিনতাই

সাতক্ষীরায় প্রকাশ্য দিবালোকে চেতনানাশক স্প্রে করে এক নারীর কাছ থেকে তিনটি সোনার গহনা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুলের পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম সিমা রায় (৪৯)। তিনি শহরের খান মার্কেটের গহনা শিল্পী শেখর রায়ের স্ত্রী। যশোরের অভয়নগরের বাশুড়ী গ্রামের বাসিন্দা হলেও তিনি সাতক্ষীরা শহরের কামাননগর এলাকার জবেদ আলীর বাড়িতে ভাড়া থাকেন।
সিমা রায় জানান, সকালে বাসা থেকে সুলতানপুর বড়বাজারে যাচ্ছিলেন। পথে বড়বাজারের ভ্যারাইটি স্টোর্সের সামনে দিয়ে দিবা-নৈশ কলেজের দিকে যাওয়ার সময় দুইজন যুবক তাকে অনুসরণ করতে থাকে। সুশীল ময়রার দোকানের সামনে পৌঁছালে তাদের একজন পিছন দিক থেকে ঘাড়ে হাত দিয়ে নাকের কাছে কিছু স্প্রে করে। তখন তিনি মাথা ঘুরে চেতনা হারানোর উপক্রম হন।
একপর্যায়ে দুই যুবক তাকে পিএন হাইস্কুলের পাশের সেলুনসংলগ্ন ডেকরেটর গলিতে নিয়ে যায়। সেখানে তার গলা ও হাতে থাকা সোনার চেইন, কানের দুল, সোনা বাঁধানো দুটি শাখা খুলে নেয় তারা। পাশাপাশি তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের মোট মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
চেতনা ফেরার পর দুর্বৃত্তরা তাকে একটি লবণের প্যাকেট হাতে দিয়ে ‘সাহা সুইটস’-এ দিয়ে আসতে বলে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্বাস আলী বলেন, ঘটনাস্থল সংলগ্ন বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে।
ইব্রাহিম খলিল/এমটিআই