মাত্র ১০ মাসের জন্য পৃথিবীতে এলো মাবিয়া, ডেঙ্গু কেড়ে নিলো প্রাণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাবিয়া নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে রামেক হাসপাতালের পাঠানো ডেঙ্গু রিপোর্টে এ তখ্য জানানো হয়। মাবিয়ার বাড়ি জেলা গোদাগাড়ী উপজেলায়। অসুস্থ মাবিয়াকে গত ৮ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে- মাবিয়াার কোনও ভ্রমণের ইতিহাস নেই। সে ১৫ দিন ধরে জ্বর এবং ১০ দিন ধরে কাশিতে ভুগছিলো। এমন অবস্থায় গত ৮ নভেম্বর রাত ১১ টার দিকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। তার অবস্থা ধীরে ধীরে এতটাই সংকটজনক হয়ে ওঠে যে উন্নত চিকিৎসার জন্য ৯ নভেম্বর সন্ধ্যা ৭ টায় পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে মাবিয়া।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর বিশ্বাস বলেন, ডেঙ্গুতে মাবিয়া নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহিনুল আশিক/এমটিআই