রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে ফেল থেকে পাস করেছে ৫৩ জন পরীক্ষার্থী।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক উচ্চ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
এতে দেখা গেছে, এ বছর ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিল। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া, ফলাফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। এ বছর ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেল থেকে পাস করেছে ৫৩ জন।
জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।
অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া, শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এ ছাড়া, কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডর ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ফেল থেকে পাস করেছে ৫৩ জন।
শাহিনুল আশিক/এএমকে