গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে বোমা নিক্ষেপ, দেয়ালে লেগে পাশের বাড়িতে আগুন

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার সুয়াপুর ইউনিয়নের বাজার এলাকায় দোতলা ভবনে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়। আজ ভোরে মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে ভবনের দেওয়ালে লেগে পাশের একটি বাড়িতে গিয়ে আগুন ধরে যায়।
বাজারের নৈশ পহরী সেলিম মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে ব্যাংকের দিকে এগিয়ে গিয়ে দেখি পাশে একটা বাড়ি আগুন জ্বলছে। পরে স্থানীয়দের ডেকে আগুন নিভানো হয়েছে বলে জানান তিনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা কার্যালয়কে কেন্দ্র করে পট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে পট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
লোটন আচার্য্য/আরকে