ফয়েজ উদ্দিন সভাপতি ও মিরাজ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ফয়েজ উদ্দিন আহমেদ পুনরায় সভাপতি এবং মিরাজ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের উৎসবের পরিবেশ তৈরি হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাতে ব্যাংকের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত সবাই নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মতে, নতুন কমিটি ব্যাংকের সার্বিক উন্নয়ন, কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও একটি আধুনিক, জনবান্ধব ব্যাংকিং পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন, যা দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মীদের স্বার্থ রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ সবসময় কার্যকর আলোচনার মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে থাকেন।
নবনির্বাচিত সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, কর্মীদের আস্থা তার জন্য বড় শক্তি, আর তাদের স্বার্থ রক্ষা করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বলেন, সবাইকে সাথে নিয়ে একটি কর্মমুখী, স্বচ্ছ ও ঐক্যবদ্ধ সংগঠন গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সিবিএ নির্বাচনে নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মীদের ঐক্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এমএএস
