নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তাদের অবস্থাও ভয়াবহ হবে : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় এসেছে। কেউ যদি নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, আবার কেন্দ্র দখল করে নিজেদের মতো করে ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাহলে তাদের পরিণতিও হবে ভয়াবহ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজিত গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। স্থানীয় বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ পেয়েছে। গত ৫৪ বছরেও দেশের মানুষের প্রকৃত মুক্তি হয়নি। তরুণরা ভোটাধিকার থেকেও বঞ্চিত হয়েছে। এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার।
তিনি আরও বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করেন, অনেকেই রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেন। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খোঁজ নেন না। আমরা এমন এক নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
সাদিক বলেন, জুলাইতে আমরা যৌক্তিক আন্দোলন করলে খুনি হাসিনা আমাদের রাজাকার বলে অপবাদ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছিল। এমনকি হাসপাতালে নেয়ার পরও আমাদের ওপর হামলা চালানো হয়। সে সময়ও আপনাদের এই আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আমাদের সহযোগিতা করেছিলেন।
কায়েম বলেন, তিনি একজন জুলাই যোদ্ধা। সত্যকে বিজয়ী করতে, স্বপ্নের চৌগাছা ও ঝিকরগাছা গড়ে তুলতে আমাদের মোসলেহ উদ্দিন ফরিদ ভাইকে প্রয়োজন। তিনি নির্বাচিত হলে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং হাসপাতাল সিন্ডিকেট দূর হবে।
তিনি বলেন, এখনো শেখ হাসিনাকে দায়মুক্ত করার চেষ্টা চলছে। খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের, যশোর-১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান, যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রার্থী গাজী এনামুল হক ও জামায়াত নেতা গোলাম কুদ্দুস।
ঝিকরগাছা উপজেলা শাখার আমির আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।
রেজওয়ান বাপ্পী/এআরবি