নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু

শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম ও ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সমন্বয়ের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ২৪ ঘণ্টার জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে এই সেবা পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মো. রায়হান কবির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ১ জনের মৃত্যু এবং অন্তত ১৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, জরুরি সহায়তার জন্য কন্ট্রোল রুমের হটলাইন নম্বর (+880 1700-716680) সাধারণ মানুষের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, আটকা পড়া ব্যক্তি, ঘরবাড়ির সমস্যা বা যেকোনো জরুরি সহযোগিতার প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কন্ট্রোল রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের জরুরি সহায়তা পরিচালিত হবে।
ভূমিকম্পের পর জেলার বিভিন্ন এলাকা থেকে ভবনে ফাটল, দেয়াল ধস, আহত ব্যক্তি ও আটকা পড়ার খবর পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুমকে মূল সমন্বয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মেহেদী হাসান সৈকত/এআরবি