পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করলে হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি একটি বড় দল তারা ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় চলে আসার ভ্যান করছে। আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করেন তাহলে হাসিনার পরিণতি যেমন হয়েছিল তার চাইতেও আপনাদের পরিণতি খারাপ হবে। তাই তরুণদের অনুরোধ করবো আমাদেরকে সজাগ থাকতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনেরা যেন নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
শনিবার (২২ নভেম্বর) নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আজকে একটি দল নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে। তারা কোরআনের প্রোগামে, ইসলামের প্রোগামে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাই সাবধান করে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না।
জুলাই শহীদদের আকাঙ্খাকে ধারন করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের কে জুলাইয়ের শহীদদের আকাঙ্খাকে ধারণ করতে হবে। আমাদের প্রায় দুই হাজার ভাইবোন জীবন দিয়েছে ফ্যাসিবাদি কাঠামোকে ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ বিনিমানের জন্য কিন্ত আজকে একটি দল নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা তৈরি করছে। রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে এক্যমত কমিশনের যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশগুলোকে নোট অব ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি আপনার রাষ্ট্র সংস্কারে বাধা তৈরি করবেন না।
তিনি আরোও বলেন, জুলাই পরিবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠিকানা হবে না। কোনো সন্ত্রাসীর, ধর্ষকের ঠিকানা হবে না। যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদেরও ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্খার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয় করা হচ্ছে আমাদের একান্ত দায়িত্ব। আর ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত তিন মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছরের যারা যুবকরা আছে তারা কেউ ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশের শহীদদের আকাঙ্খার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ।
ভারতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, গত ১৬ বছরে আমরা দেখতে পেয়েছি দিল্লির দালালেরা শতশত ভাইকে ধরে ধরে হত্যা করেছে। আমাদের দেশের তারুণ্যকে ধংস করার জন্য মাদককারবারী করে আমাদের যুব সমাজকে ধংস করেছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই চাঁপাইনবাবগঞ্জের তিনজন প্রার্থী ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্য বাদী দালালদের এই বাংলাদেশে আর ঠিকানা হবে না। সীমান্তে যত হত্যা হয়েছে তার সকল বিচার স্বাধীন বাংলাদেশে করবে ইনশাল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান প্রমুখ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা, সকল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর- সেক্রেটারিসহ সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশিক আলী/এমএএস