গাইবান্ধায় ব্যাংক প্রতারণা চক্রের সদস্য রফিকুল আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের একটি শাখায় প্রতারণার সময় রফিকুল ইসলাম (৫০) নামের একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, রংপুর সদরের রাধাবল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।
ব্যাংক ও পুলিশ সূত্র জানায়, গত ৫ নভেম্বর কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক তোফাজ্জল হোসেন শাখাটি থেকে পেনশনের ২৪ হাজার টাকা তুলেছিলেন। তখন ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট আছে বলে দাবি করেন। টাকার বান্ডিল পরীক্ষা করার কথা বলে কৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে মুহূর্তেই ব্যাংক থেকে বেরিয়ে যান। ঘটনাটি ব্যাংকের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।
আজ রোববার সকাল ১১টার দিকে রফিকুল আবারও একই শাখায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন। আগের ঘটনার সিসিটিভি ফুটেজ মিলিয়ে ব্যাংকের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাকে চিহ্নিত করে সহকারী মহাব্যবস্থাপক (এএম) ফেরদৌস আহমেদের কক্ষে আটক রাখেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের পর রফিকুলকে আটক করেন।
সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এএম) ফেরদৌস আহমেদ বলেন, প্রথমবার ঘটনার পর শাখায় নজরদারি বাড়ানো হয়েছিল। আজ আবারও সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়। গ্রাহকদের লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপন আকন্দ/এআরবি