ঢাবি শিক্ষার্থী সাকিবের পথ চেয়ে আছেন বৃদ্ধ বাবা

সাকিব জামানের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধ বাবা জহিরুল ইসলাম। অপরদিকে, ছেলের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন মা সিদ্দিকা বেগম। সাকিব নিখোঁজ হওয়ার ৮৩ দিন হলো আজ। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে।
সাকিব জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। সাকিব জামানের বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার এলাকার পূর্ব গোয়ালপাড়ায়।
এর আগে গত ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ হন সাকিব। ছেলেকে কোথাও খুঁজে যাওয়া যাচ্ছে না জানার পর বিভিন্ন জায়গা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজা শুরু করেন বাবা। কোথাও না পেয়ে অবশেষে ১৪ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন জহিরুল ইসলাম। ডায়েরি নম্বর ৯১১।
সাকিব নিখোঁজ সংক্রান্ত দায়ের করা সাধারণ ডায়েরির আইনগত ব্যবস্থাগ্রহণের দায়িত্ব পড়ে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের ওপর।
তিনি বলেন, নিখোঁজের জিডি হওয়ার পর থেকে সাকিবকে পুলিশ খুঁজছে। কয়েক দিন আগে জানতে পারি সে সাভারে আছে। সেখানে গিয়ে সারাদিন খোঁজার পরও পাইনি। সাকিবের পরিবারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। তবে জানতে পেরেছি সাকিব মানসিকভাবে অসুস্থ। এরই মাঝে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে সাকিবের কিছু পোস্টার ছাপিয়ে বিভিন্ন বাসে লাগিয়ে দেওয়া হবে।
কোথাও সাকিবের সন্তান পেলে তিনি শাহবাগ থানায় জানানোর অনুরোধ করেন।
এমএএস
