১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

কক্সবাজারের উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিল অবৈধ মাদক ইয়াবার একটি বড় চালান। গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে পৌঁছে তাদের থামার নির্দেশ দিলে চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিকেলে এক বিবৃতিতে বলেন, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ধরতে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। তবে ব্যাপক তল্লাশি সত্ত্বেও তাদের আটক করা সম্ভব হয়নি। পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এআরবি