হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

হবিগঞ্জের বাহুবলে গরু চরাতে গিয়ে ট্রাকচাপায় আফতাব মিয়া (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দছড়ি গ্রামের বাসিন্দা আফতাব মিয়া সকালে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চরাতে নিয়ে যান। গরু মাঠে দিয়ে বাড়িতে ফেরার পথে ধুলিয়াখাল থেকে মিরপুরগামী একটি ট্রাক চন্দছড়ি এলাকায় তাকে চাপা দিলে তিনি আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
মোহাম্মদ নুর উদ্দিন/এনএ